অবিনাশ কে লেখা,একটি চিঠি . "আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু,গ্রাম পোস্টাফিস নাই জানা তোমায় আমি হলেম অচেনা" :p :p :p
লিখেছেন লিখেছেন নান্দিনী ০৪ জুন, ২০১৬, ০১:২৭:০১ রাত
জানো অবিনাশ,
আজকাল আর লেখতে ইচ্ছে হয় না,
কেমন অলসতায় ঝেকে বসেছে যেনো ।
আজকাল শুধু ভাবনা ভাবতেই তৃপ্তি
লাগে,
ভাবনাগুলো আর শব্দমালায় গাঁথতে ইচ্ছে করেনা ।
মনে হয়,ভাবনাগুলো থাকনা ভাবিত,
কি আর হবে রেখে লিখিত,
.
কেনো এমনটা হয়,বলতে পারো ??
তা পারবে কেনো ? তুমি তো শুধু পারো
আমার ভাবনার জগতটাকে নাড়া দিতে,
এতেই বুঝি তোমার তৃপ্তি,
আমি আসলেই বুঝি না,কেনো তুমি এমনটা করো,
হেমন্ত মুখপাধ্যায়ের সেই গানটা মনে
আছে? ঐ যে,
"তুমি কি যে বলো,বুঝি না
তোমার মুখের পানে চাহিলে,আমি কিছু শুনি না"
সত্যি তো তাই,তোমার মুখ যখনই ভাবনায় আনতে চেষ্টা করি,ঠিক তখনই যেনো শুরু হয় পিন পতন নিরবতা ।
আমি আর কিছুই শুনি না,তোমার ভাবনার অতলে হারিয়ে যায় আমার লেখা ।
জ্যোত্স্না প্লাবিত রুপালি চাঁদ দেখে মনে হয়,
তোমার কাছে এতো কিছুই নয়,
আমি কান পেতে বাতাসের গুঞ্জনধ্বনি শুনি,কি যেন কি বলে যায় ওরা.....
রাতের ঝিঁ ঝিঁ পোকারও বুঝি ক্লান্তি আছে,একটানা ডেকে চলে,কিছু সময়ের জন্যে হলেও থামে ওরা,
কিন্তু আমার ভাবনা,চিন্তা,কল্পনারা থামতেই চায় না ।
কখন যে আমি ভাবনার সমদ্রে ডুব দেই,আমি নিজেই বুঝি না !
হয়তো বসে কঠিন কোনো ম্যাথ করছি,
(জানোই তো আমি ম্যাথে কতো কাঁচা,সব ই আমার কঠিন লাগে)
সেই কঠিনতম টপিকের মাঝখান থেকেও তোমার উঁকি দিতেই হবে,
কেনো বলো তো ?
.
পাষান হৃদয় তুমি,.....মনের দেয়ালে,হৃদয় জানালায় না হয় এতো উঁকি ঝুকি নাই দিলে,
সরাসরি সামনে এসেই বসলে,
কি হয় একটু দেখা দিলে ?একটু খানি তাকালে ?
একটিবার আমার কথা শুনে মাথা দুলালে ?
শুধু একটি বার,শুধুই একটি বার.....
না হয় একটু ছুঁয়ে দিলে,
তোমার এই একটু একটু পাওয়ার লোভ আমার আজন্ম,
না হয় একটু খানিই ভালোবাসলে,
আজন্ম তৃষ্ণাতুর এই আমি কে,একটু জলের ঝাপটা দিলে ।
ইতি
তোমার আমি
পুনশ্চঃ
প্রথম যখন দেখা হবে,
অভিমানের খেয়া হবে
সেই খেয়াতে ভেসে ভেসে
দূর অজানায় হারিয়ে যাবে
আমাকে তোমার সঙ্গে নেবে
নেবে তো ???হুমম???
---৪/৬/১৬
---রাত ১.১৫
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন